ফিজিওথেরাপিস্ট এবং চেম্বার লিস্ট।
ডি.পি.টি , বি.পি.টি , পি.এম.এস.এল.পি।
ঠিকানা:
মাধবপুর বাস স্টেশনের পূর্বপাশে,আল-বারাকা মা হাজরা আব্দুল হক কমপ্লেক্স,শ্যামলী আবাসিক এলাকা, মাধবপুর, হবিগঞ্জ।
প্যারালাইসিস্( স্ট্রোক, জিবিএস,স্পাইনাল কর্ড ইনজুরি),
মুখবাঁকা হওয়া( Facial palsy or Bell’s palsy),
ঘাঁড়( Neck pain-cervical Spondylosis),পিঠের ব্যথায়, কাঁধ,কনোই ,হাতের কব্জি ,আঙ্গুল ব্যথায়,
কোমর(PLID,back pain,LBP,coccydynia),হাটু ব্যথায়( Knee pain-OA,ACL injury),
পায়ের ব্যথায়( Ankle Sprain,Heel Spur,Planter Fascitities)
প্রতিবন্ধি,অটিজম বাচ্চার মেনটাল ডেভেলোপমেন্ট এবং ফিজিওথেরাপি দেওয়া হয়।
IRR,TENS,UST,TRACTION,SWD
বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমর ব্যথা সহ যেকোন ব্যথা নিরাময়ে একমাত্র চিকিৎসা হচ্ছে হিজামা।
🔸যারা বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমড় ব্যথা সহ যেকোন জটিল রোগ, শরীরের বিভিন্ন অংশে, জয়েন্টে ব্যথায় ভুগতেছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে হিজামা গ্রহন করা।
🔷 হিজামা (حجامة) এটি হাজার বছর আগের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যা বিশ্বনবি (সঃ) এর মাধ্যমে স্বীকৃত। তাই একে নববি চিকিৎসা বলা হয়। এটি আরবি ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেয়া। ইউরোপ-আমেরিকাসহ উন্নতবিশ্বে একে (Cupping Therapy) কাপিং থেরাপি বলা হয়।
হিজামা দূষিতরক্ত (Toxin) বের করে।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়।পেশী,চামড়া,ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
🔷 হিজামার উপকারিতা 🔷
হিজামার উপকারিতা সংক্রান্ত অসংখ্য হাদিস রয়েছে বুখারি-মুসলিমসহ হাদিসের বিভিন্ন কিতাবে।
হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত রসুলুল্লাহ (সঃ) বলেছেন, ان في الحجم شفاء- নিশ্চয়ই হিজামায় আরোগ্য রয়েছে।
🔸 আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসুল (সঃ) বলেন, “নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা (কাপিং) হলো শ্রেষ্ঠ।” [সহীহ আল বুখারী (৫৩৭১)]
🔸 জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন যে, রাসুল সঃ ব্যথার জন্য ব্যথা আক্রান্ত স্থান নিতম্ব (হিপ) এর উপর হিজামা (কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ আবু দাউদ (৩৮৬৩)]
🔷 হিজামায় যেসকল রোগ ভালো হয় 🔷
🔸 দীর্ঘমেয়াদী মাথাব্যথা (মাইগ্রেনজনিত ব্যথা)
🔸 ডায়াবেটিকস
🔸 কোমরব্যথা
🔸 ব্যাক পেইন বা পিঠব্যথা
🔸 চুল পড়া ও ব্রণ
🔸 রক্তদূষণ
🔸 পুরাতন আমাশয় ও IBS
🔸 গ্যাস্ট্রিক ও আলসার
🔸 উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
🔸 যেকোন ধরনের ব্যথা
🔸 ঘুমের ব্যাঘাত
🔸 পায়ের ব্যথা
🔸 বাতের ব্যথা
🔸 জয়েন্ট পেইন
🔸 আথ্রাইটিস
🔸 গেটে বাত
🔸 ঘাড়ে ব্যথা
🔸 দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
🔸 কিডনী রোগ
🔸 মাংস পেশীর ব্যথা(Muscle pain)
🔸 হাড়ের স্থানচু্তি জনিত ব্যথা
🔸 সাইনুসাইটিস
🔸 অবস বা প্যারালাইসিস
🔸 হাঁপানি
🔸 হৃদরোগ
🔸 থাইরয়েড
🔸 ও মুটিয়ে যাওয়াসহ বিভিন্ন রোগের কাজ করে হিজামা।
তাই হিজামা নিন সুস্থ থাকুন৷
অ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করুনঃ- 01983038942।
➡ বি:দ্র: মহিলাদের জন্য পর্দার সাথে মহিলা থেরাপিস্ট এর মাধ্যমে হিজামা করানোর সুব্যবস্থা রয়েছে৷
ঠিকানা: মাধবপুর বাস স্টেশনের পূর্বপাশে,আল-বারাকা মা হাজরা আব্দুল হক কমপ্লেক্স,শ্যামলী আবাসিক এলাকা, মাধবপুর, হবিগঞ্জ।