• Call: 01983038942,01837380569
  • Email: physiopsk@gmail.com
অকুপেশনাল থেরাপী।
Home অকুপেশনাল থেরাপী।
অকুপেশনাল থেরাপী।

অকুপেশনাল থেরাপী হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে একটি স্বীকৃত বিভাগ এবং একটি আধুনিক স্বাস্থ্য সেবামূলক পেশা, যেখানে অকুপেশনাল থেরাপিস্টরা বিভিন্ন উদ্দ্যেশমূলক কাজ , শারীরিক ব্যায়াম , বিশেষ সহায়ক সামগ্রির ব্যবহার, নৈপূণ্য প্রশিক্ষন, রোগীর পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন এবং বিকল্প কৌশল প্রয়োগের মাধ্যমে রোগীকে শারীরিক বা মানসিক ভাবে এবং অসুস্থ বা প্রতিবন্ধি ব্যক্তিদের দৈনন্দিন কাজে যথাসম্ভব সর্বাধিক সাবলম্বী (স্বনির্ভর) করার উদ্দেশ্যে চিকিৎসা প্রদান করা হয়।( ফিজিওথেরাপিস্ট এবং চেম্বার লিস্ট )

চিকিৎসা ক্ষেত্র সমূহঃ

শারীরিক, মানসিক, চিন্তা বা উপলব্ধিগত, পরিবেশগত কিংবা সামাজিক কারণে দৈনন্দিন কাজ সম্পাদনে নির্ভরশীল, সমস্যাগ্রস্থ কিংবা অক্ষম যে কেউই অকুপেশনাল থেরাপী চিকিৎসা সেবায় উপকৃত হতে পারেন। অকুপেশনাল থেরাপিস্টগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন এমন কিছু অতি পরিচিত রোগের নাম নিচে উল্লেখ করা হল-

 স্নায়ুরোগ বিষয়ক – স্ট্রোক, মস্তিস্কে আঘাত, মেরুরজ্জুতে আঘাত, বৃদ্ধদের ক্রমর্ধমান ব্যাধি,স্নায়ু আঘাত, প্যারালাইসিস, গুলেন বারি সিন্ড্রোম ইত্যাদি।

 শিশুরোগ বিষয়ক – মস্তিস্কে পক্ষাঘাত (Stroke & Paralysis), শিশুদের কঠিন মানসিক পীড়া (Autism), বাকানো পা (Club Feet), ডাউন সিন্ড্রোম, মেরুদন্ডে গর্ত (Spinal Bifida) ইত্যাদি।

 পেশী ও হাড় সংক্রান্ত – হাড় ভাঙ্গা, বাত, রিওমাটয়েড আর্থ্রাইটিস, অঙ্গহানি, হাতে আঘাত, আগুনে পোড়া, কোমর ব্যথা ইত্যাদি।

 মনোরোগ বিষয়ক- বিষন্নতা, অস্থিরতা, সিজোফ্রেনিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মাদকাসক্তি, ভগ্ন মনস্কতা ইত্যাদি।

উপরিউক্ত রোগসমূহের চিকিৎসা ও পূনর্বাসনে অকুপেশনাল থেরাপিস্ট কাজ করতে পারেন/

( ফিজিওথেরাপিস্ট এবং চেম্বার লিস্ট )